লালপুরে গরু ব্যবসায়ীকে হত্যা

জিটিবি নিউজ  ঃ নাটোরের লালপুরে দুর্বৃত্তরা বুধবার রাতে এক গরু ব্যবসায়ীকে হত্যা ও দুইজনকে আহত করে একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে।লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানাযায়, লালপুর উপজেলার কাশেমপুর গ্রামের রুস্তুম প্রামানিকের ছেলে আনোয়ার হোসেন (৪৫) আকবর আলীর ছেলে হাফিজুল (৪০), মৃত রহমানের ছেলে আঃ ছামাদ (৪০) তিন জন একটি লাল-কালো রঙের বাটারফাই ১০০ সিসি মোটরসাইকেল যোগে দুয়ারিয়া মোড় থেকে রাত ৯ টার দিকে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। এ সময় দুয়ারিয়া-কাশেমপুর সড়কের প্রাচীর ভিটা নামক স্থানে ১১/১২ জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্তের দল রাস্তায় রশি দিয়ে ব্যারিকেট দেয়। মোটরসাইকেল আরোহীরা পড়ে গেলে দুর্বৃত্তরা লাঠিসোঠা দিয়ে মারপিট করে তাদের আহত করে। দুর্বৃত্তরা গলা টিপে ধরলে এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী মোটরসাইকেল চালক আনোয়ার হোসেন নিহত হয়। এ সময় দুর্বৃত্তরা মটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।খবর পেয়ে লালপুর থানার পুলিশ ভোরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নাটোরের পুলিশ সুপার বাসুদেব বনিক, এডিশনাল পুলিশ সুপার শাহাবুদ্দিন মুন্সি ও লালপুর থানার ওসি আবদুল হাই তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লালপুর থানার ওসি আবদুল হাই তালুকদার জানান, নিহত আনোয়ারের শরিরে আঘাতের চিহৃ আছে, তবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় নিহতের স্ত্রী আয়েশা বেগম বাদী হয়ে ১১ জুন বৃহস্পতিবার লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করেছে।

সর্বশেষ সংবাদ