সাপাহারে ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই” এই স্লোগাণকে সামনে রেখে নওগাঁর সাপাহারে তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু সাধন চন্দ্র মজুমদার।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার দুপুরে জিরো পয়েন্ট স্বাধীনতা মুক্তমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহাদ পারভেজ বসুনীয়ার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, নওগাঁ জেলা পরিষদের সদস্য বাবু মন্মথ সাহা, ফাহিমা পারভীন, উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ, উপজেলা সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম প্রমুখ।
মেলায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের অফিসার, সকল ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সূধীজন, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বিভিন্ন ষ্টোল পরিদর্শন করেন এবং শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করেন।
এবার মেলায় আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, নারিকেল, লেবু, পেপে, জাম্বুরাসহ বিভিন্ন রকমের দেশি ফলের গাছ, বনজ ও ঔষধী গাছের চারা রয়েছে।

সর্বশেষ সংবাদ