কালাইয়ে বখাটের উৎপাতে স্কুলছাত্রী চারদেয়ালে বন্দি

কালাই(জয়পুরহাট)প্রতিনিধি:জয়পুরহাটের কালাইয়ে বখাটের উৎপাতে অতিষ্ট সপ্তম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রী স্কুলে যাতায়াত করতে না পেরে চার দেয়ালে বন্দি জীবন যাপন করছে বলে অভিযোগ উঠেছে। স্কুলে যাতায়াতের পথে বখাটে ওই ছেলেটি অন্যান্য বখাটেদের সহযোগীতায় ৪-৫ মাস ধরেই ছাত্রীটিকে উত্যক্ত করতে থাকে। উদ্ভূত পরিস্থিতিতে, ছেলেটির অভিভাবকদের বিষয়টি জানিয়েও কোন লাভ না হওয়ায় প্রতিকারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন ছাত্রীটির পিতা। তবে ছেলেটির অভিভাবকরা বিষয়টি অস্বীকার করেছে।
সরেজমিন এলাকাবাসীর সাথে কথা বলে এবং লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জয়পুরহাটের কালাই উপজেলার আতাহার গ্রামের অধিবাসী এবং মোলামগাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীকে স্কুলে যাতায়াতের সময় সাব্বির হোসেন নামে এক বখাটে দীর্ঘ ৪-৫ মাস যাবৎ অশ্লীল কথাবার্তা বলে ও কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ৯ আগস্ট পূর্ব পরিকল্পিতভাবে বখাটে সাব্বির হোসেন আরও কয়েকজন বখাটের সহযোগীতায় স্কুলে যাওয়ার সময় অসৎ উদ্দেশে ওই ছাত্রীটি হাত ধরে টনা-হেঁচরা করে। এ সময় ছাত্রিটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। ওই দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন ছাত্রীটির পিতা। সেই থেকে ভয়ে ছাত্রীটি এখন স্কুলে যাতায়াত বন্ধ করে চার দেয়ালের মধ্যে বন্দি জীবন যাপন করছে। এলাকার আবু তালেব, আব্দুর রহিম, জহুরুল, মঞ্জুয়ারা, রহিমাসহ অনেকে জানান, ঘটনার দিন সকাল অনুমান ৯টার দিকে একটি মেয়ের চিৎকার শুনে আতাহার গ্রামের চুনার পুকুর পার এলাকায় পৌঁছিলে বখাটেরা পালিয়ে যায়। স্কুলের প্রধান শিক্ষক মোসাদ্দেক আলী জানান, এ বিষয়ে ওই ছাত্রীটির পিতা তাকে জানিয়ে প্রতিকার চায়। কিন্তু ঘটনাস্থল স্কুলের বাইরে হওয়ায় কোন ব্যবস্থা নেয়া যায়নি। তাই কয়েকদিন থেকে স্কুলে অনুপস্থিত আছে।  জিন্দারপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, বখাটে ছেলেটির পরিবারকে এ বিষয়ে বিরত থাকার তাগাদা দিয়ে কোন লাভ না হওয়ায় ছাত্রীর অভিভাবকদের আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। স্পটে গিয়ে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ