ডিমলায় আবার কুয়াশায় নাকাল সাধারন মানুষ

মোঃ ফয়সাল আহমেদ, ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ আজ শনিবার (৩০-জানুয়ারী) নীলফামারীর ডিমলা উপজেলায় সকাল থেকে ঘন কুয়াশা আর শীতল হাওয়া হচ্ছে, হিমেল বাতাস আর কুয়াশার মধ্যেও পেটের তাগিদে পানিতে নামতে হয়েছে কৃষক, শ্রমিকদের। কৃষক, শ্রমিকরা বললেন, মনে হচ্ছে বরফ গলা পানিতে নেমেছি,ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসছে। প্রতিদিনই কাজ করতে মাঠে বা নদীতে নামতে হয় কিন্তু গত কয়েকদিনের মতো ঠান্ডা লাগেনি। কয়েক দিন ধরে দিনের বেলা স্বল্প সময়ের জন্য রোদের দেখা মিললেও সারা দিনে দেখা মেলেনি সূর্যের। ডিমলায় গত সপ্তাহে রাতে শীতের সঙ্গে কুয়াশা আর বেলা বাড়লে আলোঝলমলে সূর্যের হাসি, সন্ধ্যায় হিমেল হালকা বাতাস এভাবেই চলছিল পুরো পৌষ মাস। হঠাৎ চলে আসা ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে মানুষ। শনিবার সকাল ১১ টায় নীলফামারীর ডিমলা উপজেলা আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রী সেলসিয়াস।তবে আবহাওয়া অফিসের তথ্যের চেয়েও তাপমাত্রা অনেক কম বলে মনে করেন ডিমলা উপজেলার সাধারন মানুষজন। ঘন কুয়াশা আর শীত থেকে রক্ষায় পেতে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছে সকল বয়সের মানুষ।

সর্বশেষ সংবাদ