আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান জগ প্রতীকে ৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী

সারোয়ার হোসেন, রাজশাহী : রাজশাহীর তানোর মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান জগ প্রতীকে ৬১ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে ৩জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমির হোসেন আমিন নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৩৯৮ ভোট। বিরোধী দল বিএনপির মনোনীত প্রার্থী ফিরোজ কবির (ধানের শীষ) প্রতীকে ৩হাজার ৬৮১ ভোট পেয়েছেন। এবং আওয়ামী লীগের বিদ্রোহী( স্বতন্ত্র) প্রার্থী সাইদুর রহমান জগ প্রতীকে ৫ হাজার ৪৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। মুন্ডুমালা পৌরসভায় মোট ১০টি ভোট কেন্দ্রের ভোট গ্রহন করা হয়। এর মধ্যে ৮টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। ১০টি কেন্দ্রের পুরুষ-মহিলা মিলে ৫৩টি বুথে ভোটাররা ভোট দেন। মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৬৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭৪৪ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৯৫১ জন।

সর্বশেষ সংবাদ