আত্রাইয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

নাজমুল হক নাহিদ (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভিয্যের মধ্য দিয়ে পালিত হলো শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। দিনটি উদযাপন উপলক্ষে সোমবার সকাল ১০ টায় আত্রাই মোল্লা আজাদ ডিগ্রি কলেজ প্রাঙ্গন থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্দ্যোগে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার আম চত্বরে এক পথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ পুজা উদযাপন কমিটির সভাপতি মধুসুদন প্রামাণিক এর সভাপতিত্ব এ সভায় উপস্থিত ছিলেন নওগাঁ -৬ আসনের সাংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম এমপি। এসময় উপস্থিত থেকে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান, উপজেলা আ”লীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বরুন কুমার সরকার, সনৎ কুমার প্রামাণিক তপন কুমার সরকার, তাপস কুমার, উত্তম কুমারসহ হিন্দু ধর্মালম্বী নেতৃবৃন্দ। হিন্দু ধর্মবালম্বীদের মতে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহন করেছিলেন। মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্পীতির বন্ধন গড়ে তোলাই ছিল ভগবান শ্রীকৃষ্ণের ভাবধারা ও আদর্শ। মানবজাতিকে রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। এছাড়া দিনটি উপলক্ষে আত্রাইয়ের বিভিন্ন মন্দির ও পূজামন্ডপে নানা অনুষ্ঠানের আয়োজন করে।

সর্বশেষ সংবাদ