রাবি ভিসি নিয়োগের তিন মাসে রাবিতে ‘কাবা থেকে স্বদেশ’ গ্রন্থের পাঠ উন্মোচন

 

এস.এম.আল-আমিন,রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মিসেস কামরুন রহমানের বর্ণাঢ্য জীবনের ৮০ বছর পূর্তি উপলক্ষে বুধবার তাঁর প্রকাশিত লেখাগ্রন্থ ‘কাবা থেকে স্বদেশ’ এর পাঠ উন্মোচন করা হয়। পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ’র সভাপতিত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ইমেরিটাস ড. একেএম ইয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সদ্যবিদায়ী ভিসি প্রফেসর ড. একেএম আজহারুল ইসলাম, বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও কলামিষ্ট প্রফেসর ড. আব্দুর রহমান সিদ্দিকী। আলোচনা রাখেন প্যারামাউন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফে আরা রেহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. ইমতিয়াজ আহমেদ, ম্যাটারিয়াল সায়েন্স বিভাগের প্রফেসর ড. জিএম শফিউর রহমান, ড. মুহাম্মদ খলিলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, প্রফেসর কামরুন রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন মডেল শিক্ষক। সারাজীবন তিনি জ্ঞান বিতরণের মিশনেই তিনি নিজেকে উৎসর্গ করে এগিয়ে গেছেন। বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করলেও তিনি শিশুদের মানবিক মূল্যবোধ ও সমকালীন যুগোপযুগী করে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন। বিশেষ করে রাজশাহীর বিখ্যাত প্যারামাউন্ট স্কুলের স্বপ্নদ্রষ্টাও তিনি। হজ্বব্রত পালনের পরে তাঁর অভিজ্ঞতা এবং অনুভূতিগুলো ইতিহাস ও ধর্মীয় দৃষ্টিভংগীর আলোকে মানুষের মাঝে ছড়িয়ে দেবার জন্যে ‘কাবা থেকে স্বদেশ’ গ্রন্থটি রচনা করেন। সহজ সরল ভাষায় রচিত এ গ্রন্থটি স্মৃতিচারণমূলক হলেও ইতিহাস ঐতিহ্য ও ধর্মীয় চেতনা জাগাতে বিশেষ ভূমিকা পালন করবে। তাঁর তাই বইটি ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া প্রয়োজন। অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ