পলাশবাড়ীতে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ ‘বয়স যদি আঠারো হয়-ভোটার হতে দেরী নয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় ভোটার দিবস পালনোপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন। সভায় দিবসটির গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অন্যান্যদের মধ্যে পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, থানা অফিসার ইনচার্জ মো.মাসুদুর রহমান মাসুদ, আদর্শ ডিগ্রি কলেজ অধ্যক্ষ ছাইফুলার রহমান চৌধুরী তোতা, এসএমবি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অধ্যক্ষ মোমিনুল ইসলাম, বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রেজাউল করিম বাবলু, প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনসহ প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন সমূহের স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ-উদ্বোধন ঘোষণা করা হয়। শেষে ভোটার তালিকা প্রণনয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় দু’জন শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. শাহিনুর আলম।

 

 

সর্বশেষ সংবাদ