বগুড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন

লকডাউনের প্রথম প্রহরেই বগুড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শফিউল্লাহ ওরফে পিপলু (৩৪) নামের এক দোকান কর্মচারী খুন হয়েছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে বগুড়া শহরের মাটিডালী উত্তরপাড়ায় খুনের ঘটনা ঘটে।

নিহত পিপলু মাটিডালী উত্তরপাড়ার আইনুল কাজীর ছেলে।

জানা গেছে, পিপলু বগুড়া শহরে রাজাবাজারে মসলার দোকানে কাজ করেন। মঙ্গলবার রাতে কাজ শেষে বাড়ির জন্য বাজার করে অটো রিকশা যোগে বাড়ি ফিরছিলেন। শহরের বনানী -মাটিডালী সড়কের পাশে তার বাড়ি। বাড়ির কাছাকাছি অটোরিকশা থেকে নেমে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা তার চোখে ও বুকে ছুরিকাঘাত করে। পিপলু চিৎকার দিয়ে দৌড়ে রাস্তার পশ্চিম পাশে জঙ্গলে পড়ে যায় এবং সেখানেই মারা যান। এসময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন। ঘটনার পর পরই ডিবি পুলিশের একটি টিম এলাকায় অভিযান শুরু করেন। পুলিশ বলছে পিপলুর বাড়ি রাস্তার পূর্ব পার্শ্বে কিন্তু মরদেহ পড়ে ছিল রাস্তার পশ্চিম পার্শ্বে।

ডিবি পুলিশের পরিদর্শক এমরান মাহমুদ তুহিন  বলেন, ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পিপলু খুন হয়েছে।

সর্বশেষ সংবাদ