ড. সেলিম আল দীনের ৬৮তম জন্মবার্ষিকীতে বগুড়ায় রোড থিয়েটারের আলোচনা সভা

ড. সেলিম আল দীনের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় রোড থিয়েটার আয়োজন করে এক আলোচনা সভার। গত রবিবার সন্ধ্যায় বিআইআইটি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্ত্বি করেন সংগঠনের সভাপতি আমির খসরু সেলিম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ জুয়েল। আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইআইটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত। ড. সেলিম আল দীন নিয়ে আলোচনায় অংশগ্রহন করেন কবি-প্রাবন্ধিক বজলুল করিম বাহার, কবি রেজাউল করিম চৌধুরী, কবি শোয়েব শাহরিয়ার, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য আব্দুল হান্নান, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, শুদ্ধস্বরের সাধারণ সম্পাদক আব্দুল খালেক। কবি কামরুন নাহার কুহেলী ও কবি সিক্তা কাজলের সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বগুড়া জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ সামির হোসেন মিশু, দৈনিক সংবাদ কণিকার নির্বাহী সম্পাদক এ্যাড. রওশন জাহান, কথাশিল্পী সাজাহান সাকিদার, বগুড়া যুব ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমান ঝিলাম, বগুড়া থিয়েটারের সদস্য কবির রহমান, রোড থিয়েটারের সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক ইন্দ্রজিৎ সরকার ও প্রতিষ্ঠাতা সদস্য ফিরোজ হাসান। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক এবং জাতীয় কবিতা পরিষদ, বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি কবি শিবলী মোকতাদির।

বক্তারা বলেন- ড. সেলিম আল দীন বাংলা নাটককে দিয়েছেন আলাদা মাত্রা। বাংলা নাটককে পশ্চিমের ধারা থেকে বের করে এনে শিকড়মুখী করেছেন ড. সেলিম আল দীন। গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে গ্রাম বাংলার মানুষ, প্রকৃতি, নদীর সাথে করেছেন মিতালি আর সেইসব তুলে এনেছেন বাংলা নাটকে।

 

 

সর্বশেষ সংবাদ