লকডাউনে মাঠে থাকবে পুলিশ-বিজিবি,থাকতে পারে সেনাবাহিনীও

করোনাভাইরাস সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে সাতদিন অর্থাৎ ৪ জুলাই পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে। লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন ও মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ, বিজিবি এবং মোতায়েন থাকতে পারে সেনাবাহিনী বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শুক্রবার (২৫ জুন) প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এসব কথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আমরা ২৮ জুন থেকে এক সপ্তাহ কঠোর লকডাউন পালন করব। পরিস্থিতি বুঝে পরে বাড়ানো হতে পারে। মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ, বিজিবি এবং মোতায়েন থাকতে পারে সেনাবাহিনী। শনিবার প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি আরও বলেন, করোনা সংক্রমণের এই চেইন ভাঙতে হলে কঠোর লকডাউন ছাড়া উপায় নেই। এজন্য খুব কঠোর লকডাউন হবে। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার জানান, কোভিড ১৯ সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে সারা দেশে এক সপ্তাহ কঠোর লকডাউন পালন করা হবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না।

সর্বশেষ সংবাদ