কুষ্টিয়া সিভিল সার্জনের নিকট বিএনপির স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলামের নিকট করোনা পরিস্থিতির অবনতিতে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সংকটের প্রেক্ষাপটে দ্রুত সুচিকিৎসা ও প্রয়োজনীয় পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহের দাবিতে বিএনপি স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার দুপুর ২.৩০মিনিটের সময় সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির জাতীয়া নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন স্বাক্ষরিত এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান করেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিউল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক খন্দকার শামসুজ্জাহিদ। স্মারকলিপিতে সরকারের ব্যর্থতায় অতিমাত্রায় করোনা ভাইরাসের সংক্রমণে গভীর উদ্বেগ প্রকাশ করে তা রোধে এবং সংক্রমিত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত সকলকে টিকা প্রদান, বিনামূল্যে অধিকহারে করোনা পরীক্ষা, পৃথক করোনা হাসপাতাল স্থাপন ও শয্যা সংখ্যা বৃদ্ধি, সরকারি খরচে করোনা পরীক্ষা ও চিকিৎসা, অসুস্থ, বৃদ্ধ ও চলাচলে অক্ষম রোগীদের বাড়ি যেয়ে সরকারি খরচে করোনা পরীক্ষা, পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার, হাইফ্লো নজেল, আইসিইউ বেড, ভেন্টিলেটর, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, বিনামূল্যে পর্যাপ্ত এ্যাম্বুলেন্স সার্ভিস, অধিকহারে সংক্রমিত প্রয়োজনীয় সুচিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং অন্যান্য রোগীদের চিকিৎসা স্বাভাবিক রাখতে পৃথক ব্যবস্থাসহ বিভিন্ন দাবি জানানো হয়।

 

সর্বশেষ সংবাদ