রাঙামাটিতে বিদেশি পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার

রাঙামাটির বন্দুকভাঙ্গায় সন্ত্রাসীদের আস্তানায় যৌথ অভিযানে একে-৪৭, বিদেশি পিস্তল, বিপুল সংখ্যক গোলাবারুদসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকালে বামে ত্রিপুরাপাড়ায় দুর্গম পাহাড়ে নানিয়ারচর জোনের অভিযানে এসব উদ্ধার করা হয়। সেসময় একে-৪৭, বিদেশি পিস্তল, বিপুল সংখ্যক গোলাবারুদ, আড়াই লাখ টাকা, চাঁদাবাজির রশিদ ও পোশাক উদ্ধার করা হয়। তবে অভিযানকালে কাউকে আটক করতে পারেনি যৌথবাহিনী। রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোরে রাঙামাটি সদরের বন্দুকভাঙ্গা ইউনিয়নের বামে ত্রিপুরাপাড়ায় দুর্গম এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায়, প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের একটি আস্তানায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা এসময় পালিয়ে যায়। পরে একটি ঘর থেকে একটি একে-৪৭, বিদেশি পিস্তল, গোলাবারুদ ও নগদ অর্থ উদ্ধার করে। তবে প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি অংগ্য মারমা বলেন, এই ঘটনার সাথে ইউপিডিএফ কোনভাবেই জড়িত না। ইউপিডিএফ কোনভাবেই অস্ত্রের রাজনীতি করে না। পাহাড়ে যে কোনো ঘটনায় ইউপিডিএফকে দায়ী করার একটা কৌশল হয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ সংবাদ