‘প্রাচীনতম’ কোরআন শরীফের খণ্ডাংশ উদ্ধার

জিটিবি নিউজ ডেস্ক ঃ হাতে লেখা ‘প্রাচীনতম’ পবিত্র কোরআন শরীফের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। যুক্তরাজ্যের বারমিংহাম বিশ্ববিদ্যালয়ে এগুলো পাওয়া যায়। বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রেডিওকার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করে দেখা গেছে, উদ্ধার হওয়া কোরআনের পৃষ্ঠাগুলো ১ হাজার ৩৭০ বছর আগেকার। এই হিসাবে হাতে লেখা প্রাচীনতম যেকোনো একটি কোরআন শরিফের পৃষ্ঠা এগুলো, যা আজও টিকে আছে।
বারমিংহাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে প্রায় শত বছর ধরে মুসলিমদের পবিত্রতম গ্রন্থের পৃষ্ঠাগুলো পড়ে ছিল, যা সম্পর্কে গ্রন্থাগারিকরা তেমন কিছুই জানতেন না।ব্রিটেনের গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ দ্য ব্রিটিশ লাইব্রেরির একজন বিশেষজ্ঞ মোহাম্মদ ইসা ওয়ালি জানিয়েছেন, এই ‘রোমাঞ্চকর আবিষ্কার’ মুসলিমদের উদ্বেলিত করবে। সূত্র: বিবিসি।
বারমিংহাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে মধ্যপ্রাচ্য থেকে সংগৃহীত বই ও দলিলপত্রের সঙ্গে প্রাচীনতম কোরআনের পৃষ্ঠাগুলো সংরক্ষিত ছিল।

সর্বশেষ সংবাদ