গ্রাম পুলিশ বাহিনীর জাতীয় করণের দাবিতে বগুড়ায় মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার:স্থানীয় সরকার মন্ত্রনালয়ধীন ইউনিয়ন পরিষদের স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গ্রাম পুলিশ বাহিনীর জাতীয় করণের দাবিতে বগুড়ায় মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।

গতকাল রবিবার বেলা ১২টার দিকে বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন। তিনি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু নির্দেশিত ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারীদের ন্যায় গ্রাম পুলিশদের নূন্যতম বেঁচে থাকার দাবি বাস্তবায়নের লক্ষে আজকের এ মানববন্ধন। ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত গ্রাম পুলিশ বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে। স্থানয়ী সরকার মন্ত্রনালয়ের অধীনস্ত কর্মচারী হওয়া সত্বেও তাদের জন্য অদ্যবধি কোন জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করা হয়নি। তাদের চাকুরী নামে মাত্র সরকারি কর্মচারী কিন্তু কোনো সুযোগ-সুবিধা পায়নি।এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট গ্রাম পুলিশ বাহিনীর জাতীয় করণের জোর দাবি জানান।এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি বিশ্বনাথ দাস, সহ-সভাপতি শিবনাথ দাস, সাংগঠনিক সম্পাদক দিপ চাঁন দাস, আতাবুর রহমান, শহিদুল ইসলাম বাদল, দিপংকর, নজরুল ইসলাম, আকরাম হোসেন, সরওয়ার হোসেন, শংকর রবিদাস, মাছুদুর রহমান, মিজানুর রহমান, আজিজার রহমান, বাদশা, আবু সাঈদ, প্রদীপ কুমার, গোপাল চন্দ্র, রুহনী কান্ত, সুনীল চন্দ্র, শুভাষ চন্দ্র, সুশান্ত দাস, রতন চন্দ্র, আব্দুল গফুর প্রমুখ।মানববন্ধনে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের নেতারা বলেন, ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম পুলিশদের জাতীয় বেতন স্কেল প্রদানের জন্য নির্দেশ দিয়েছিলেন। এ মোতাবেক একটি পরিপত্র বিভিন্ন জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করা হয়। ১৫ আগস্টের ট্রাজেডির পর আজ ৫০ বছর অতিক্রম হলেও তা বাস্তবায়ন করা হয়নি। অথব এই ৫০ বছর অনেকের ক্ষমতার হাত বদল হয়েছে। আমাদের ভাগ্যের কোন পরিবর্তন নেই। প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাই তিনি যেন আমাদের বেঁচে থাকার নির্তিত্তে ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায় গ্রাম পুলিশদের বেতন স্কেল বাস্তবায়নের ব্যবস্থা গ্রহন করেন।মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরারব মাধ্যম বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক এর নিকট স্বারকলিপি প্রদান করেন তারা।

সর্বশেষ সংবাদ