হরিণাকুণ্ডুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের হামিরহাটি গ্রাম থেকে লিজা খাতুন (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। লিজা খাতুন ওই গ্রামের সাঈদ হোসেনের স্ত্রী ও সদর উপজেলা বৈডাঙ্গা গ্রামের কামাল হোসেনের মেয়ে। গত ৮ মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে নিজ ঘরের আড়ার সঙ্গে লিজাকে ঝুলতে দেখে পরিবারের স্বজনার প্রতিবেশীদের খবর দেয়। পরে সেখান থেকে তাকে নামানোর আগেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হরিণাকুণ্ডু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। লিজার পিতা কামাল হোসেন বলেন, আমার মেয়ে আত্মহত্যা করবে কেন। ওরা আমার মেয়েকে মেরে ঝুঁলিয়ে রেখেছে। আমি এর বিচার চাই। লিজার চাচা হায়দার আলী বলেন, আমরা এখানে এসে যা দেখলাম তাতে তো আত্মহত্যা মনে হচ্ছে না। আমাদের মনে হচ্ছে তাকে মেরে ফেলা হয়েছে। যাই হোক না কেন আমরা পুলিশের কাছে দাবি করি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যেন ব্যবস্থা নেয়। হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। মৃত নারীর শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ সংবাদ