জমে উঠেছে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতায় ২৬ জন

বগুড়া সংবাদদাতা ঃ বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে। প্রার্থীরা ভোটারদের সাথে সাক্ষাত করছেন এবং নিজের জন্য প্রার্থনা করছেন। কার্যনির্বাহি ১৭টি পদের মধ্যে ৩টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ১৪টি পদের বিপরীতে ২৬ জন লড়াই করছেন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই।
বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক নির্বাচনে ৩টি পদে কোন প্রতিদ্বন্দি না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে রাকিবুল হাসান জুয়েল, দপ্তর সম্পাদক পদে শুভ ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এইচ আলিমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়। সভাপতি ১টি পদে প্রার্থী ২ জন তৌফিক হাসান ময়না ও মনোয়ারুল ইসলাম, সহ সভাপতি ৪টি পদে প্রার্থী ৭জন মতিয়ার রহমান, জয়ন্ত দেব, মির্জা আহছানুল হক দুলাল, আতিকুর রহমান মিঠু, আব্দুল¬াহেল কাফি তারা, আসাদ হোসেন, আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ১টি পদে প্রার্থী ৩ জন এবিএম জিয়াউল হক বাবলা, আবু সাইদ সিদ্দিকী, আব্দুল খালেক, সহ সাধারণ সম্পাদক ২টি পদে প্রার্থী ৪ জন আলমগীর কবির, এম ববি খান, গৌতম কুমার দাস, ইসলাম রফিক, অর্থ সম্পাদক ১টি পদে প্রার্থী ২জন জাহেদুর রহমান মুক্তা, খন্দকার এনামুল হক, নির্বাহী সদস্য ৫টি পদে প্রার্থী ৮জন হাকীম মজিদ মিয়া, আব্দুল আউয়াল, আবু সাইদ অরুন, আজিজার রহমান তাজ, শাহানাজ পারভিন, এসএম বেলাল হোসেন, আসাদুর রহমান খোকন, প্রণব কান্ত স্যানাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন পরিচালনা কমিটিতে রয়েছেন চেয়ারম্যান মাহমুদুস সোবহান মিন্নু, সদস্য সাদেকুর রহমান সুজন ও কবির রহমান।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কবির রহমান জানান, কার্যনির্বাহি ১৭টি পদের মধ্যে ৩টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ১৪টি পদের বিপরীতে ২৬ জন লড়াই করছেন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই উডবার্ন পাবলিক লাইব্রেরী মিলনায়তনে। সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সর্বশেষ সংবাদ