অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ মূলহোতা আটক

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় আবাসিক ভবনে অভিযান পরিচালনা করে রাষ্ট্রের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে বিপুল পরিমান অবৈধ ভিওআইপি (VOIP) সরঞ্জামাদিসহ মূলহোতা কে আটক করেছে। অবৈধ ভিওআইপি ব্যবসা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার ইত্যাদি ওটিটির মতো উন্নত প্রযুক্তি এখন দেশে ব্যাপক হারে ব্যবহৃত হলেও কমেনি ভিওআইপির মাধ্যমে সাধারণ ফোনে কল আদান-প্রদান। ফলে বিদেশ থেকে টেলিফোন কল আসা ও যাওয়ার পরিমাণ বাড়লেও কাঙ্খিত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে দেশ। বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্টে দেশে বর্তমানে বৈধ পথে আন্তর্জাতিক কল আসছে প্রতিদিন আনুমানিক প্রায় দুই কোটি মিনিট। এর মধ্যে ৬০ লাখ থেকে ৭০ লাখ মিনিট কল আসছে রাষ্ট্রায়ত্ত টেলিকম প্রতিষ্ঠান বিটিসিএলের ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডাব্লিউ ) দিয়ে, আর বাকিটা আসছে বেসরকারি আইজিডাব্লিউ অপারেটর ফোরাম (আইওএফ)-এর মাধ্যমে। অন্যদিকে প্রতিদিন প্রায় সাড়ে তিন কোটি মিনিট কল এখনো ভিওআইপির অবৈধ কারবারিদের মাধ্যমেই আসছে। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বাকালিয়া থানাধীন আবু জাফর রোড ময়দার মিল ইয়ার আলী খান মসজিদের সামনে কাশেম ম্যানশন এর ৫ম তলা ভবনের ৫ম তলার দক্ষিন পূর্ব কক্ষে জনৈক ভিওআইপি ব্যাবসায়ী অবৈধভাবে ভিওআইপি ব্যাবসা করে ও ভিওআইপি সরঞ্জমাদি হেফাজতে রেখেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল এবং বিটিআরসির কর্মকর্তাসহ উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী বদরুদ্দোজা (৩৬), পিতা- মাওলানা শফিকুর রহমান, সাং-মধ্যম কাঞ্চনা, থানা- সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞসাবাদে আসামীর দেখানো ও শনাক্ত মতে তার হেফাজত থাকা অবৈধ ভিওআইপি ব্যাবসার কাজে ব্যবহৃত ১। অত্যাধুনিক ভিওআইপি ব্যবসার তিনটি মেশিন, ২। চারটি ল্যাপটপ, ৩। একটি ট্যাব, ৪। আটটি রাউটার, ৫। ১৩৫০ টি মোবাইল সিম, ৬। এক ব্যাগ সিম কার্ডের খালি প্যাকেট, ৭। একটি সিসি ক্যামেরা, ৮। একটি আইপিএস মেশিন, ৯। দুইটি কী বোর্ড ও চারটি মাউস, ১০। একটি চার্জার ও চারটি মাল্টিপ্লাগ, ১১। একটি পেইনড্রাইভ ও পাঁচটি মডেম, ১২। একটি আইপিএস ব্যাটারী এবং ১৩। চারটি ল্যাপটপের এয়ারকুলার, উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ ভিওআইপির আনুমানিক মূল্য ৫৫ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় এই ব্যবসার সাথে তার আপন ছোট ভাই নুরুল হুদা রনি জড়িত। তারা দুই ভাই মিলে ২০০৪ সাল থেকে লাইসেন্স বিহীন অবৈধ ভিওআইপি ব্যবসা করে রাষ্ট্রের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ