বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তা নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে এ কে এম আশরাফ শান্ত (২৫) নামে একজন উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আলাদাউদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের আবদুল করিমের ছেলে। তিনি বিজয়নগরে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বিজয়নগর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সাব্বির আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। নিহতের ভাই মো. সেলিম ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাদিউল ইসলাম সৃজন জানান, গত সপ্তাহে শান্ত মোটরসাইকেলটি কেনেন। এরপর থেকে প্রতিদিনই তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে অফিসে আসতেন। রোববার সকালে অফিসে আসার পথে আখাউড়া-চান্দুরা সড়কের আলাদাউদপুর এলাকায় তাকে বহনকারী মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। পরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীনঅবস্থায় বিকেল ৫টায় তার মৃত্যু হয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মির্জা হাসান জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

সর্বশেষ সংবাদ