উন্নয়ন অব্যাহত রাখতে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র রুখতে হবে-এস.এম কামাল হোসেন

স্টাফ রিপোর্টার:বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন বলেছেন, আগামী ২৩ সালের জাতীয় নির্বাচনকে প্রতিহত করতে বিএনপি-জামায়াত জোট ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনসমর্থন না থাকায় তারা বিদেশীদের কাছে নালিশ করছে। কিন্তু তারা জানেন না আমেরিকা নয়, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে দেশের জনগণ। কেননা শেখ হাসিনার নেতৃত্বে তলা বিহীন ঝুড়ি এখন উন্নয়নের রোল মডেল হয়েছে। দেশের মানুষের জীবনযাত্রার মান বেড়েছে।তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন বিশ্ব নেতৃবৃন্দের কাছে প্রশংসিত হয়েছে। তাই আন্দোলনের নামে যাতে স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে সে জন্য সংগঠনকে শক্তিশালী করে অপশক্তির বিরুদ্ধে স্ব স্ব এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। মঙ্গলবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তালেবুল ইসলামের সঞ্চালনায় দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি টি. জামান নিকেতা, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক এড. জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদৎ হোসেন ঝুনু, শাহরিয়ার আরিফ অপেল, সুলতান মাহমুদ রনি, আল রাজি জুয়েল, মাশরাফি হিরো, এসএম শাজাহান আলী, রুহুল মোমিন তারিক, আনোয়ার পারভেজ রুবন, নাজনীন আক্তার সীমা, খালেকুজ্জামান রাজা, প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, আব্দুল্লাহ আল ফারুক, আলমগীর হোসেন স্বপন, বুলবুল, তৌহিদুল ইসলাম কল্লোল, অধ্যক্ষ আহসানুল হক, উজ্জল, হেফাজত আরা মিরা সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আলোচনার মাধ্যমে শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক পদে তালেবুল ইসলাম, সহ-সভাপতি পদে প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, মাহফুজার রহমান বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জাহিদুল হক আরজু, ফরিদুল ইসলাম মুক্তা, সাংগঠনিক সম্পাদক পদে ফজলুল হক মোল্লা, হোসেন শরীফ মনির, জুলকার নাইম, দপ্তর সম্পাদক পদে সেলিমুজ্জামান সেলিমের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি এস.এম কামাল হোসেন। পরবর্তীতে আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়।অপর দিকে দ্বিতীয় অধিবেশনে বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দিলীপ কুমার চৌধুরী এবং তালেবুল ইসলাম তালেবকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব দেয়া হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় শাজাহানপুর উপজেলার দলীয় কার্যালয় চত্ত্বরে ত্রি-বার্ষিক সম্মেলনে তাদের এ দায়িত্ব দেয়া হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন উপস্থিত ছিলেন।এর আগে ২০১২ সালে এ উপজেলায় সর্বশেষ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কমিটিতে অন্য পদ পাওয়া ব্যক্তিরা হলেনঃসহ-সভাপতি পদে সোহরাব হোসেন ছান্নু, মাহফুজুর রহমান বাবলু এবং সাইফুল ইসলাম, যুগ্ম- সাধারণ সম্পাদক পদে জাহিদুল ইসলাম আরজু, ফরিদুল ইসলাম মুক্তা এবং ইমরান হোসেন,সাংগঠনিক সম্পাদক পদে ফজলুল হক, হোসেন শরীফ মনির এবং জুলকার নাইম, দপ্তর সম্পাদক পদে সেলিমুজ্জামান সেলিম। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আসাদুজ্জামান লিটন এবং শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হিসেবে সেলিম রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে।

 

সর্বশেষ সংবাদ