জলদস্যু কামাল বাহিনীর প্রধানসহ গ্রেফতার ৫

অপহৃত চার জেলেসহ ছিনতাইকৃত ট্রলার উদ্ধার বঙ্গোপসাগর থেকে অস্ত্রের মুখে অপহরণ হওয়া চার জেলেসহ ছিনতাইকৃত ট্রলার উদ্ধার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। এসময় কুখ্যাত জলদস্যু কামাল বাহিনীর প্রধানসহ ৫ জনকে গ্রেফতার করে এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা- নোয়াখালীর সুবর্ণচর থানার চর পানাউল্যাহ এলাকার মনসুর আহমদের ছেলে জলদস্যু বাহিনীর প্রধান মো. কামাল (৩৫), একই থানার মধ্যম ব্যাগ্যা এলাকার মনছুর আহমদের ছেলে মো. নূর নবী (২৬), লক্ষীপুরের রামগতি থানার বয়ারচর এলাকার নুর উদ্দিন মাঝির ছেলে মো. শামীম (২৪), একই থানার বড়খিরি এলাকার আবুল হোসেনের ছেলে মো. এ্যানি (৩১) ও একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে ফেরদৌস মাঝি (৩৫)। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০১৮ সালের ১ নভেম্বর জলদস্যূদের আত্নসমর্পনের মাধ্যমে সুন্দরবনকে ডাকাত, জলদস্যূ ও বনদস্যূ মুক্ত ঘোষনা করেন। এরই প্রেক্ষিতে সুন্দরবন এলাকায় বসবাসকারী জেলেরা স্বস্তির সাথে সমূদ্রে মৎস্য আহরণ করে আসছে। এরমাঝেই গত ১০ ফেব্রুয়ারি রাতে কুখ্যাত জলদস্যু বাহিনীর সদস্যরা চট্টগ্রাম-হাতিয়া চ্যানেলে বঙ্গোপসাগরে মাছ ধরা জেলেদের কাঠের ট্রলারসহ অপহরণ করে আটক রাখে। অপহৃত জেলেদের মারধর করে জেলেদের ব্যবহৃত মোবাইল নম্বরের মাধ্যমে তাদের আত্নীয় স্বজন এবং বোট মালিকের কাছে ফোন করে মোটা অংকের টাকা মুক্তিপন দাবি করে। এমন তথ্য আসামাত্রই গুরুত্ব দেয় র‌্যাব। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৭ চট্টগ্রাম, কোস্টগার্ড পূর্বজোন এবং র‌্যাব ফোর্সেস গোয়েন্দা বিভাগের সার্বিক সহযোগিতায় ব্যাপক অভিযান শুরু হয়। ৩ দিন ধারাবাহিক অভিযানের পর র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোডের একটি ভবনের ২য় তলায় অভিযান চালায়। সেখান থেকে জলদস্যু কামাল বাহিনীর প্রধানসহ ৫ জনকে গ্রেফতার করে। এসময় ভবনের ২য় তলার ৮নং কক্ষের বাথরুমের ছাদের উপর থেকে ১ টি একনালা বন্দুক, ২ টি ওয়ান শুটারগান, ৩ টি রামদা, ৩ টি চাপাতি, ১ টি ধারালো চাকু এবং ১ টি ক্ষুর উদ্ধার করা হয়। এই কুখ্যাত জলদস্যুদের প্রধান কামাল। অপহৃত ব্যক্তিদের আত্বীয়-স্বজনদের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা আদায় করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। র‌্যাব জানায়, ইপিজেড থানাধীন আকমল আলী রোড সংলগ্ন সাগর তীরবর্তী বেড়িবাধ এলাকা থেকে অপহৃত চার জেলেসহ ছিনতাইকৃত ট্রলার উদ্ধার করা হয়।

সর্বশেষ সংবাদ