পুরুষের শরীরে কোটি টাকার সোনা

কক্সবাজারের উখিয়ার পালংখালী এলাকায় র‌্যাবের চেকপোস্ট দেখেই এক ব্যক্তি দৌড় দিলেন। সন্দেহ হওয়ায় তাকে ধরে ফেলে র‌্যাব-১৫ এর আভিযানিক দল। তবে এই পথে সোনা চোরাচালান হচ্ছে, র‌্যাবের কাছে এ তথ্য ছিল। ওই ব্যক্তিকে আটক করে পালানোর কারণ জানতে চায় র্যাব। প্রশ্নের মুখে সদুত্তর দিতে ব্যর্থ এবং সন্দেহজনক আচরণ করে আটককৃত ব্যক্তি। এসময় স্থানীয় জনতার উপস্থিতে দেহ তল্লাশী করলে কোটি টাকার সোনা পাওয়া যায়। আটককৃত ব্যক্তি- কক্সবাজারের টেকনাফ থানার হোয়াইক্যং-এর মনিয়াঘোনা এলাকার ঠান্ডা মিয়ার ছেলে করম আলী করিম (৩৭)। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-১৫ কক্সবাজার জানায়, আটক ব্যক্তির দেহ তল্লাশী করে ৬টি স্বর্ণের বার, ৪টি নেকলেস, ৩৩টি গলার চেইন, ১৭টি চুড়ি, ৩৫ জোড়া কানের দুল, ১৫টি লকেট, ১২টি নাকফুল, ১৬টি আংটিসহ সর্বমোট ১৯১ ভরি ৬ আনা স্বর্ণালংকার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৬ লাখ ৯ হাজার ৪৫৯ টাকা। একটি সংঘবদ্ধ চক্র সরকারী শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে পাশ্ববর্তী দেশ থেকে উখিয়া উপজেলার পালংখালী সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ স্বর্ণ পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে পালংখালী এলাকায় বিশেষ কৌশলে চেকপোস্ট বসায় র‌্যাব।

সর্বশেষ সংবাদ