চট্টগ্রাম ছিনতাইয়ের শিকার পুলিশ কর্মকর্তার ছেলে,তিন ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছিলেন পুলিশ কর্মকর্তার ছেলে ফয়েজ আহমদ। এ ঘটনার কয়েক ঘণ্টার পর তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ও একটি টিপ ছুরি উদ্ধার করা হয়। মঙ্গলবার (৮ মার্চ) রাতে খুলশীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- আবদুর রহমানের ছেলে মো. আতিক (১৯), মো. মঞ্জুর আলমের ছেলে মো. মানিক হাসান (১৮) ও মো. আলী হোসেনের ছেলে মো. ইমন (২৩)। তারা তিনজনই খুলশী এলাকার ভাসমান বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে খুলশীর শেখ রাসেল শিশু পার্কে ঘুরতে যান ফয়েজ আহমদ। তার বাবার নাম ফজলুল কাদের। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম জেলা ও মেট্রো ইউনিটের পরিদর্শক পদে কর্মরত। ফয়েজ বাসায় ফেরার পথে আমবাগান শফি কলোনি এলাকায় পৌঁছালে এক ব্যক্তি তার কাছ থেকে মোবাইল চান। ফয়েজ ওই ব্যক্তি বিপদে পড়ছেন মনে করে মোবাইলটি দেন। মোবাইল হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে ওই দৌড়ে পালিয়ে যান। আরও জানা যায়, তার পেছন দৌড়াতে থাকে ভুক্তভোগী কিশোরও। এসময় তাকে কয়েকজনে মিলে ঘিরে ফেলে। তারা ফয়েজের কাছ থেকে নগদ টাকাও ছিনিয়ে নেয়। মারধর করে একপর্যায়ে কিশোরকে ছেড়ে দেয়। পরে বিষয়টি বাবাকে জানান ফয়েজ। পুলিশ কর্মকর্তা বাবা বিষয়টি খুলশী থানাকে জানান। পরে অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার পর আতিক নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার দেওয়া তথ্যে হোসেন ও ইমন নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ও একটি টিপ ছুরি উদ্ধার করা হয়। বাকি দুটি মোবাইল ছিনতাইয়ের শিকার হওয়া আরও দুই ব্যক্তির। এ বিষয়ে খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) খাজা এনাম এলাহী বলেন, তিন ছিনতাইকারীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ (বুধবার) তাদের আদালতে পাঠানো হয়েছে।।

সর্বশেষ সংবাদ