গরু চুরি করে পালাতে গিয়ে পিকআপ উল্টে একজন নিহত, আহত ২

নোয়াখালীর সুবর্ণচরে গরু চুরি করে পালাতে গিয়ে পিকআপ উল্টে মো. নাছির (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) ভোরে চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান ঘাট-সোনাপুর সড়কের সুলতান নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. নাছির চট্টগ্রামের বাঁশখালী গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে রুবেল (২২) ও হাতিয়ার পশ্চিম বড়দেইল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রাহাত (২৩)। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি পিকআপভ্যান, তিনটি জীবিত গরু ও একটি মৃত গরু জব্দ করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, আন্তঃজেলা গরু চোর চক্রের তিন সদস্য ভোরে উপজেলার পরিষ্কার বাজার এলাকার সিরাজুল ও সেলিমের বাড়ি থেকে চারটি গরু চুরি করেন। পরে গরুবোঝাই গাড়িটি সুলতান নগর গ্রামে পৌঁছালে চাকা লিকেজ হয়ে উল্টে যায়। এসময় গাড়ি চাপায় নাছির নিহত হন ও একটি গরু মারা যায়। তিনি আরও বলেন, অপর দুজন গুরুতর আহত হওয়ায় ঘটনাস্থল থেকে পালাতে পারেননি। আহতদের আটক করে পুলিশ পাহারায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।।

সর্বশেষ সংবাদ