দুপচাঁচিয়া বিশ্ববিদ্যালয় ক্লাবের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের এ্যাওয়ার্ড প্রদান

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া বিশ্ববিদ্যালয় ক্লাবের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ড. জালাল উদ্দীন এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে ফুডগার্ডেন হলরুমে ক্লাবের সভাপতি সুদেব কুমার কুণ্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরদারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এফএম আমিনুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা এর উপপ্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম শেখ, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর যুগ্ম পরিচালক ড. আব্দুল মজিদ, বগুড়া ইউনিক পাবলিক স্কুলের চেয়ারম্যান সহকারী অধ্যাপক তনছের আলী, মোবাইলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. রফিকুল ইসলাম, বাগেরহাট মহিষ প্রজনন ও উন্নয়ন ফার্ম এর সিনিয়র সহকারী পরিচালক আহসান হাবীব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সহসাধারণ সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশ, সদস্য অসীম কুমার দাস, সাবেক ব্যাংকার আজিজুল হক প্রমুখ। এসময় ক্লাবের সহসভাপতি নূরুল ইসলাম, সাবেক সভাপতি প্রলয় কুমার সাহা, আব্দুল মান্নান খান, সহ-সাংগঠনিক সম্পাদক একেএম সুলতান মাহমুদ শিমুল, সদস্য আলাউদ্দিন ফকির, প্রদ্যুৎ কান্তি বসাক, পরিমল চৌধুরী, এরশাদ মহলদার, আশরাফুল ইসলাম, মিল্টন বসাক, হাসান আশকারী সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হতে ২০২১সালের এসএসসি পরীক্ষায় সুপর্ণা কুণ্ডু ও সিঁথি রায় সর্বোচ্চ নম্বর পাওয়ায় তাঁদের প্রত্যেককে ড. জালাল উদ্দীন এ্যাওয়ার্ড হিসাবে ক্রেস্ট, সনদপত্র ও নগদ ৪০হাজার টাকার চেক প্রদান করেন প্রধান অতিথি। এছাড়াও বিশ্ববিদ্যালয় ক্লাবের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এদিন স্মরণিকা স্ফুলিঙ্গ এর মোড়ক উন্মোচন করা হয়।

সর্বশেষ সংবাদ