বগুড়া শিশু-কিশোর সাহিত্য পত্রিকা কুঁড়ি’র ৫ম বর্ষপূর্তি উপলক্ষে ছড়া উৎসব

প্রেস বিজ্ঞপ্তি-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং কুঁড়ি’র ৫ম বর্ষপূর্তি উপলক্ষে শিশু-কিশোর ছড়া উৎসব ২০২২ আজ বেলা ৩টায় বগুড়ার শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পাশাপাশি শিশু-কেিশারদের সাহিত্য চর্চা আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ছড়া উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট কবি ও দৈনিক প্রথম আলো’র যুগ্ম-সম্পাদক সোহরাব হাসান। অতঃপর বগুড়া থেকে প্রকাশিত শিশু-কিশোরদের একমাত্র সাহিত্য পত্রিকা মাসিক কুঁড়ি’র উপদেষ্টা সম্পাদক কবি শেখ ফিরোজ আহমদের সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাহিত্যিক রাগেবুল আহসান রিপু তার বক্তব্যে বলেন, শিশু-কিশোরদের সাহিত্য চর্চায় এগিয়ে আসতে হবে। আমরা জানি জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে কবি-সাহিত্যিকেরা তাদের লেখনির ম্যাধমে মানুষকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছেন। একটি ছড়ার মধ্যে অনেক কথা লুকিয়ে থাকে। একটি ছড়া বা কবিতা মানুষের মধ্যে ভীষণভাবে অনুপ্রাণিত করে। তিনি আরো বলেন, সাহিত্য চর্চায় আগ্রহী করে গড়ে তোলার জন্য শিশুসন্তাদের এগিয়ে নিতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলা একাডেমি কর্তৃক শিশুসাহিত্যে পুরস্কারপ্রাপ্ত কবে রফিকুর রশীদ, কবি ও কথাসাহিত্যিক বজলুল করিম বাহার এবং কবি ও কথাসাহিত্যিক খৈয়াম কাদের। শুভেচ্ছা বক্তব্য রাখেন, কুঁড়ি’র উপদেষ্টা সম্পাদক জি এম সাকলায়েন বিটুল ও কবি সেলিম রেজা কাজল এবং ইনামুল হক রঞ্জু। এরপর বগুড়ার ছড়াকার ও কবি-শিশুসাহিত্যিকবৃন্দ এবং সাহিত্য চর্চায় সম্পৃক্ত বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-কিশোরেরা স্বরচিত ছড়াপাঠ করেন।
এরপর বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ারের সভাপতিত্বে ছড়া উৎসবের সমাপনী পর্বে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল মমিন খান, শিশুসাহিত্যিক হাসনাত আমজাদ ও নজরুল পরিষদ বগুড়ার সভাপতি মনতেজার রহমান মন্টু। শেষে অতিথিবৃন্দ বর্ষসেরা শিশু সাহিত্য পুরস্কার ২০২২-এ আবু মুতা আলী উলফাত (ছড়া), রুমাইয়া আক্তার রশ্মি (কবিতা), ইসমাত জাহার উষা (ছোটগল্প), সামিরা আজাদ অজন্তা (চিত্রাঙ্কন) ও তাসফিয়া রাফিয়া (প্রচ্ছদ) এবং কুঁড়ি পত্রিকায় বিশেষ অবদান রাখায় বিশিষ্ট সাংবাদিক দৈনিক করতোয়া বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকরকে শুভেচ্ছা স্মারক ও বাংলা একাডেমি কর্তৃক পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক রফিকুর রশীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, কবি ড্যারিন পারভেজ, আবেদা আশরাফ, উম্মে হাবিবা, জেসমিন আক্তার রিনা ও এস এম আসাদ। স্বাগত বক্তব্য রাখেন কুঁড়ি পত্রিকার সম্পাদক আব্দুল খালেক। উৎসব সঞ্চালনা করেন কুঁড়ি’র সহযোগী সম্পাদক জিললুর রহমান শামীম।

 

সর্বশেষ সংবাদ