গণহত্যা দিবসে বগুড়ায় প্রদীপ প্রজ্জ্বলন

স্টাফ রিপোর্টার:২৫ মার্চ গণহত্যা দিবসে বগুড়ায় প্রদীপ প্রজ্জ্বলন ও আলোচনা সভার মধ্যদিয়ে পালন করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের কৈচড় বধ্যভূমিতে বিকেল সাড়ে ৫ টায় আলোচনা সভা ও সন্ধ্যা সাড়ে ৬টায় মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসার রিপু, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বগুড়ার সাবেক কমান্ডার নুরুল আমিন বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল প্রমূখ। এছাড়াও স্থানীয় জনতা মোমবাতি প্রজ্বলনে অংশ নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান।বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের কৈচড় বধ্যভূমিতে ২৬ জন শহীদ শায়িত আছেন। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনী নির্মমভাবে তাঁদের হত্যা করে।তাঁরা হলেন চেলোপাড়ার কালিপদ সিংহ, কর্ণ প্রসাদ সিংহ,গজেন্দ্রনাথ সিংহ,শ্যামল চন্দ্র সিংহ,শ্রীবাস দাম,গোলক চন্দ্র দাম, ননী চন্দ্র দাম, নিতাই চন্দ্র দাম, পল্লাদ চন্দ্র দাম, সুধাংশু চন্দ্র দাম ও সুধীর চন্দ্র দাম, ধোপাপাড়ার গুপি চন্দ্র দাম, গোবিন্দ মহন্ত, নিতাই চন্দ্র দাম ও হরি দত্ত, রঘুনাথপুরের গনেশ চন্দ্র ও বিনয় চন্দ্র সাহা, ডোমন গ্রামের নগেন্দ্র নাথ সাহা, নারায়ণ চন্দ্র প্রাং হীরেন্দ্র নাথ সাহা এবং কাটনারপাড়ার গৌর গোপাল মহন্ত। এছাড়াও ৫ জনের নাম ও ঠিকানা পাওয়া যায় নি।

 

সর্বশেষ সংবাদ