কক্সবাজার কুতুবদিয়ায় জাল নোট তৈরির মূল কারিগরসহ আটক ৪

ইয়াবা ও অস্ত্র বেচাকেনার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে জাল নোট। কুতুবদিয়ার গহীন পাহাড়ি এলাকায় জালনোট তৈরি করে পাঠিয়ে দেওয়া হতো কক্সবাজারে। মূল টাকার আড়ালে জালনোট গছিয়ে দেওয়া হতো ইয়াবা এবং অস্ত্র কারবারিদের। নোট তৈরির সময় হাতেনাতে ৪ জনকে আটকের পর এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব। র‌্যাবের হাতে আটক হওয়ার আগে গোপনে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে কুতুবদিয়ার একটি ঘরে বসে প্রিন্টার থেকে এক হাজার টাকার নোট বের করছে সাইফুদ্দিন। মূলত এই সাইফুদ্দিনকে জালনোটের কারিগর হিসেবেই চিহ্নিত করে খুঁজছিল র‌্যাব। জালেনোট তৈরির সরঞ্জাম এবং ১৬ লাখ টাকা মূল্যমানের জালনোটসহ হাতেনাতে পেয়ে যায় সাইফুদ্দিনসহ আরও তিন সহযোগীকে। র‌্যাব-৭ এর স্কট কমান্ডার আবুল খায়ের ফকির বলেন, সাইফুদ্দিন মূলত এই চক্রের মূল হোতা। সেই মূলত কম্পিউটারের মাধ্যমে এই কাজ করে। র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে বের হয়ে আসছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ইয়াবার পাশাপাশি অস্ত্র লেনদেনের কাজে সংঘবদ্ধ একটি চক্র এসব জালনোট ব্যবহার করতো। এর মধ্যে জালনোটের নিখুঁত কারিগর সাইফুদ্দিনের কাছ থেকে খুব কম মূল্যে এসব নোট কিনতো কক্সবাজার কেন্দ্রিক আরেকটি গ্রুপ। তাদের হাত ঘুরেই সেই টাকা চলে যেতো অস্ত্র এবং মাদক ব্যবসায়ীদের কাছে। র‌্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর মোস্তফা জামান বলেন, কক্সবাজার এবং মহেশখালি এলাকায় তারা এই জাল টাকা ব্যবহার করতো। তবে অস্ত্র এবং ইয়াবা ব্যবসায়ীদের পাশাপাশি ঈদ বাজারেও জাল নোট ছাড়ার চেষ্টা করছিল এই গ্রুপটি। সাইফুদ্দিন আটক হলেও ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে এ চক্রের আরও অন্তত ১০ সদস্য। জালনোট উদ্ধারের ঘটনায় কক্সবাজারের কুতুবদিয়া থানায় মামলা করেছে র‌্যাব।

সর্বশেষ সংবাদ