ডিমলায় তিস্তা নদী সুরক্ষায় দাবীতে মানববন্ধন

মোঃ ফয়সাল আহমেদ, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদী সুরক্ষার ৬ দফা দাবীতে উপজেলা শাখার আয়োজনে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১১ টায় ডিমলা শহীদ স্মৃতি অম্লান চত্তরের সামনে মানববন্ধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন “তিস্তা বাঁচাও, নদী বাঁচাও” সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক নুর মোহাম্মদ খান আরো উপস্থিত ছিলেন মোঃ রুহুল আলম মাষ্টার, তপন কুমার রায়, মোঃ ওবায়দুর রহমান, মোঃ সোহেল রানা সহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো: বেলায়েত হোসেনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। তিস্তা নদীর খনন, নদীর দুই ধারে পার্ক নির্মাণ ও শিল্প কারখানা স্থাপন,তিস্তা নদী সুরক্ষায় বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন সহ ৬ দফা দাবী উপস্থাপন করা হয়।

সর্বশেষ সংবাদ