ওমরাহ করতে আসা দুই ব্যক্তির ব্যাগে মিলল মাদক

ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে ঢোকা দুই ব্যক্তির লাগেজে (ব্যাগে) পাওয়া গেছে বিপুল পরিমাণ মাদক ট্যাবলেট। এ ঘটনায় একজনকে আটক করেছে সৌদি জাকাত, ট্যাক্স, এবং কাস্টমস কর্তৃপক্ষের একটি দল। সৌদি আরবের উত্তর সীমান্তবর্তী হাদিথা বিমানবন্দর থেকে প্রায় ১ লাখ ৪১ হাজার পিস মাদক ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে ঢোকা দুই ব্যক্তির লাগেজে লুকিয়ে রাখা অবস্থায় এই বিপুল পরিমাণ মাদক ট্যাবলেট খুঁজে পাওয়া যায়। উক্ত ব্যক্তিরা বাসে করে সৌদি আরবে প্রবেশ করেন। ইতোমধ্যেই এই বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। অলিভ অয়েল-এর একটি প্লাস্টিক কনটেইনারের মধ্যে লুকিয়ে রাখা প্রায় ১ লাখ ৪১ হাজার ৮৩১ পিস মাদক ট্যাবলেট জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ আরও জানায়, চোরাচালানিরা চলমান ওমরাহ মৌসুমকে কাজে লাগিয়ে মাদক পাচার করার চেষ্টা করছিল।

সর্বশেষ সংবাদ