বগুড়ায় এতিমদের সাথে ইফতার করলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ

বগুড়ায় আল জামিয়াতুল আরাবিয়া লিল বানাত হযরত ফাতেমা (রাঃ) মহিলা মাদ্রাসা ও এতিমখানার অসহায় এতিমদের সাথে ইফতার করলেন বগুড়া সদর আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ। মঙ্গলবার বগুড়া পৌরসভাধীন ২১ নং ওয়ার্ডের আল জামিয়াতুল আরাবিয়া লিল বানাত হযরত ফাতেমা ( রাঃ) ওয়া দারুল আয়তাম চকলোকমান মহিলা মাদ্রাসা ও এতিমখানার ৫০০ (পাঁচশত) অসহায় এতিমদের সাথে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়। ইফতার পূর্বে দোয়া মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া ইফতার মাহফিলে দেশ জাতির কল্যান কামনা, বিএনপির প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে যোগদান করেন বগুড়া সদর আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়রপার্সনের উপদেষ্ঠা ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস এম আর ইসলাম স্বাধীন, খায়রুল বাশার, শেখ তাহাউদ্দিন নাইন, সহিদ উন নবী সালাম, শহর বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাডঃ সোলায়মান, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম,স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল ও যুগ্মআহবায়ক সরকার মুকুল, আলী, জিয়া পরিষদের সাধারন সম্পাদক অধ্যক্ষ ইউসুফ আলী, ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিক রিগ্যান, শহর যুবদলের সদস্য সচিব আদিল শাহরিয়ার গোর্কি, সিঃ যুগ্ন- আহবায়ক হারুন উর রশিদ সুজন ও যুগ্ন-আহবায়ক সৌরভ হাসান, ২১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কুদ্দুস চান ও সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, আল জামিয়াতুল আরাবিয়া লিল বানাত হযরত ফাতেমা (রাঃ) মহিলা মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের দুই (২০০) শতাধিক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ