গাবতলীতে বুরুজ হাট বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী

গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়া গাবতলীর বুরুজ হাট-বাজারের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে গাবতলী হাট-বাজার ইজারা প্রদান কমিটি ও ইউএনও রওনক জাহানের বরাবরে একটি লিখিত আবেদন করা হয়েছে। ১৯এপ্রিলে ওই লিখিত আবেদনটি করেন বুরুজ হাট-বাজারের ইজারদার সামিম সরকার। ওই আবেদনে বলা হয়, সামিম সরকার দরপত্র গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হয়ে বাংলা ১৪২৯সনের একবছরের জন্য ওই হাটটি ইজারা নেন। কিন্তু তিনি বুরুজ হাটে গিয়ে দেখেন, বিভিন্ন অবৈধ স্থাপনার কারণে হাটের জায়গাটি একেবারে সংকুচিত হয়ে গেছে। এতে করে ক্রেতা-বিক্রেতা উপস্থিতি একবারেই কম। তাই তিনি সরকারী সম্পত্তি রক্ষার্থে ও বুরুজ হাট-বাজার টিকিয়ে রাখার স্বার্থে হাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা অতিব জরুরী। এ ব্যাপারে ইউএনও রওনক জাহান বলেন, বুরুজ হাট-বাজারে অনেক অবৈধ স্থাপনা রয়েছে। খুব শীঘ্রই ওই অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অভিযান চালানো হবে।

সর্বশেষ সংবাদ