গাজীপুর সার্কাসের হাতীর তান্ড !

গাজীপুর সংবাদদাতা: গাজীপুরে রথমেলা সার্কাসের একটি হাতি শুক্রবার ব্যাপক তাণ্ডব চালিয়েছে। উত্তেজিত হয়ে হাতিটি কয়েকটি যাত্রীবাহী টেম্পো ও লেগুনা ভাঙচুর করেছে। এ সময় হাতিটি একটি বড় সোলার বিদ্যুতের খুঁটিও হেলিয়ে দিয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর জেলা শহর জয়দেবপুরে গত ১৮ জুলাই থেকে শ্রী শ্রী মাণিক্যমাধবের রথযাত্রা ও রথমেলা শুরু হয়েছে। রথযাত্রা উপলক্ষে প্রতিবারের মতো এবারের রথমেলায়ও অপর দোকানপাট ও বিনোদনের পাশাপাশি সার্কাসের আয়োজন করা হয়। শুক্রবার বেলা দেড়টায় গোসল করাতে দি লায়ন সার্কাসের একটি পুরুষ হাতিকে পূর্ব চান্দনা এলাকায় নেয়া হয়। এ সময় হাতিটি হঠাৎ উত্তেজিত হয়ে ওই এলাকায় ধীরাশ্রম-জয়দেবপুর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি টেম্পো উল্টে ফেলে দেয় এবং লেগুনাসহ তিনটি টেম্পো ভাঙচুর করে। এ সময় হাতির মাহুতসহ আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ও সার্কাসের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। তারা হাতিটিকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন লাঠিসোটা নিয়ে হাতিটিকে ধাওয়া দিলে হাতিটি পাশের সিটি করপোরেশনের গোরস্থানের ভেতর জঙ্গলে চলে যায়। পরে ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষকে খবর দেয়া হয়। খবর পেয়ে চিড়িয়াখানার লোকজন প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে ঘটনাস্থলে আসে এবং দীর্ঘ সময় চেষ্টার পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাতিকে নিয়ন্ত্রণে এনে ওই জঙ্গল থেকে বের করে আনা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। –

সর্বশেষ সংবাদ