৭২ ঘণ্টার আল্টিমেটাম, বন্ধ করতে হবে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক

দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা লাইসেন্সহীন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল আগামী ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার (২৬ মে) এই নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যারা নির্দেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. বেলাল হোসেন বলেন, গতকাল আমরা অনিবন্ধিত ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোর সঙ্গে বৈঠক করেছি। সেখানে তাদেরকে সরকারের এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। তারপরও এটি বাস্তবায়িত না হলে কঠোর ব্যবস্থা নিতে হবে। ডা. বেলাল আরও বলেন, যদি এমন কোনো প্রতিষ্ঠান থাকে, যারা নিবন্ধনের জন্য আবেদন করেছে, কিন্তু এখনো লাইসেন্স পাইনি, তারাও কার্যক্রম চালাতে পারবে না। যাদের লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গেছে, তাদেরকে দ্রুত সেটা নবায়ন করতে হবে। দ্রুতই সরকার এই নবায়নের ক্ষেত্রে একটি তারিখ নির্দিষ্ট করে দেবে।

সর্বশেষ সংবাদ