সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর অগ্নিকান্ডে হতাহতদের ক্ষতিপূরণ, চিকিৎসার দাবী টিইউসির

সংবাদ বিজ্ঞপ্তি-চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র (টিইউসি) সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন কনটেইনার ডিপোতে রাসায়নিক ধার্যপদার্থ রাখা নিষিদ্ধ হলেও উচ্চক্ষমতা সম্পন্ন হাইড্রো পার—অক্সাইড রাসায়নিক এর কনটেইনার সেখানে মজুদ রাখা হয়। সেই রাসায়নিক রাখা কনটেইনার বিস্ফোরণে এই ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। তাই এই অগ্নিকান্ড ও হতাহতের ঘটনার দায় কোনভাবেই কনটেইনার ডিপোর মালিক কর্তৃপক্ষ এড়াতে পারেনা। এই কনটেইনার ডিপোতে যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থাও ছিলনা বলে জানা গেছে। নেতৃবৃন্দ অবিলম্বে নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিন্ত করার দাবী জানিয়েছেন। একইসাথে কনটেইনার ডিপোর মালিকসহ এই ভয়াবহ ঘটনার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ