গাইবান্ধায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পালন উপলক্ষে রোববার জেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালী ও চিত্রাংকন প্রতিযোগিতা। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘একটাই পৃথিবী, একটাই বাংলাদেশ, চাই আইন ও নীতির কার্যকর প্রয়োগ ও সুরক্ষিত পরিবেশ’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. রবিউল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের, জেলা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফয়সাল আজম, গাইবান্ধা জেলা সামাজিক বনায়ন কর্মসূচির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল আলম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার জান্নাতুন ফেরদৌস উর্মি, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, এসকেএস ফাউন্ডেশনের মিডিয়া সমন্বয়কারি মো. আশরাফুল ইসলাম, সনাকের প্রতিনিধি জিয়াউল হক কামাল প্রমুখ।

সর্বশেষ সংবাদ