বদলগাছীতে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে প্রতিবাদ সভা

আবু সাইদ বদলগাছীঃ নওগাঁর বদলগাছী সদরে অবস্থিত লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীদের উপর ম্যানেজিং কমিটির সভাপতির অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার ৭ জুন বিকালে উপজেলার জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি বদলগাছী উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভা সুত্রে জানা যায়, বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে গত ২০/৮/২১ তারিখে মজিদা বেগম নামে কমিটির এক সদস্য মারা যান। মারা যাওয়ার পর সাত সদস্য নিয়ে উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
এর মধ্যে চলতি বৎসর ১২ এপ্রিল স্কুল ম্যানেজিং কমিটির সভায় সভাপতি আব্দুস সালাম অনুপস্থিত ছিলেন। যার ফলে সভাপতির অনুপস্থিতে শিক্ষক প্রতিনিধি তোফাজ্জল হোসেনের প্রস্তাবে ও আরেক শিক্ষক প্রতিনিধি আকতার জাহানের সমর্থনে অভিভাবক সদস্য সুমন হোসেনকে সভাপতি নির্বাচিত করে সভা অনুষ্টিত হয়।
উক্ত সভাসহ ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সালাম পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকায় বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা ব্যহত হয়ে পরে। যর ফলে সভাপতি বিরুদ্ধে কমিটির সদস্যদের সঙ্গে মতপার্থক্য সৃষ্টি হয়। এই কারনে ম্যানেজিং কমিটির সদস্য সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন, আকতার জাহান ও মনজুয়ারা বেগম এবং অভিভাবক সদস্য সুমন হোসেন স্বেচ্ছায় কমিটি থেকে পদত্যাগ করেন।
ম্যানেজিং কমিটি থেকে ৪ জন সদস্য পদত্যাগ করায় নিয়ম অনুযায়ী কমিটি ভেঙে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জন্য চলতি বৎসর ১৩ এপ্রিল রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বিদ্যালয় পরিদর্শক বরাবর আবেদন করেন স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।
এ খবর পেয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সালাম ক্ষিপ্ত হয়ে উঠে। এবং বাহির থেকে একটি রেজুলেশন খাতা ক্রয় করে বাঁকী সদস্যদের নিয়ে রেজুলেশন করে স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে নিয়ম বহির্ভূত ভাবে সাময়িক বরখাস্ত করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার জন্য দুই জন শিক্ষকের কাছে যায় কমিটির সভাপতি। কিন্তু তাঁরা কেউ দ্বায়িত্ব নিতে রাজি না হওয়ায় তাঁদের প্রতি ও ক্ষিপ্ত হয়। নিয়ম বহির্ভূতভাবে প্রধান শিক্ষককে সাময়ীক বরখাস্ত সহ নিয়োগ ব্যাণিজ্যর চেষ্টার অভিযোগে ও বিভিন্ন শিক্ষকদের হুমকী প্রদানের জন্য সভাপতির বিরুদ্ধে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির কলেজ শাখার সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি শাখার সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, সহসভাপতি মাসুদ আলম, যুগ্ম সম্পাদক নজিবুর রহমান, বকুল হোসেন, তোফাজ্জল হোসেন,আবু হুরায়রা বাদশা সহ অন্যান্য শিক্ষক নেতা প্রমূখ ।
বক্তারা বলেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কতৃক শিক্ষকদের প্রতি এই অবিচার কিছুতেই মেনে নেয়া যায় না। আইন গত ভাবে আমরা এটাকে প্রতিহত করবো।

সর্বশেষ সংবাদ