সারিয়াকান্দি উপজেলার ৭৭ টি গ্রামের মানুষ এখন বন্যায় ক্ষতিগ্রস্ত

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ কয়েকদিনের ভারি বর্ষনে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত কয়েকদিন ধরেই যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। গত ১৭ জুন শুক্রবার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। মঙ্গলবার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার এবং বাঙালি নদীর পানি ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
উপজেলার দক্ষিণ শংকরপুর, পূর্বধারাবর্ষা,পশ্চিম ধারাবর্ষা, কেষ্টিয়ারচর, কোমরপুর, চানবাড়ী, মাঝবাড়ী, কালাইহাটা, পৌতিবাড়ী, চর মাঝিরা, হাতিয়া বাড়ী, কালিয়ান,আগ বোহাইল, নিজ বোহাইল, আওলাকান্দি, ভাংগারছেও উত্তর বেণীপুর, দক্ষিণ বেণীপুর, মিঠনেরপাড়া, কাজলা, বাওইটোনা, কুড়িপাড়া, পাকেরদহ, উত্তর টেংরাকুড়া, দক্ষিণ টেংরাকুড়া, পাকুড়িয়া, ময়ুরেরচর, ট্যাকামাগুড়া, চর ঘাগুয়া, জামথল, বেড়াপাঁচবাড়ীয়া ফাজিলপুর,বহুলাডাঙ্গা, চালুয়াবাড়ী, আওচারপাড়া,সুজালিরপাড়া, শিমুলতাইড়, তেলিগাড়ী, কাকালীহাতা, হরিরামপুর, ভাংগরগাছা, ধারাবরির্ষা, বিরামেরপাঁচগাছি, হাটবাড়ী, দলিকা, মানিকদাইড়, কর্ণিবাড়ী,শনপচা, মুলবাড়ী, নান্দিনাচর, ডাকাতমারা, তালতলা, মিলনপুর,শালুখা, চর বাটিয়া, গজারিয়া, দারুনা, হাটশেরপুর, ধনারপাড়া, শিমুলবাড়ী, চকরতিনাথ, করমজাপাড়া, নয়াপাড়া, কর্ণিবাড়ী, ধরবন্ধ, দিঘাপাড়া, ক্ষেপির পাড়াসহ ৭৭ টি গ্রাম বন্যার  পানিতে প্লাবিত হয়েছে।
বন্যায় ১০ হাজার ২৫০ টি টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির অভাব সৃষ্টি হয়েছে। ১১ হাজার গবাদিপশু পানিবন্দী হয়েছে। পশুখাদ্য তলিয়ে যাওয়ায় সীমাহীন দুর্ভোগে রয়েছে গবাদিপশুগুলো। পানিতে আংশিকভাবে নিমজ্জিত হয়েছে ৫৫০ টি বাড়ীঘর। ডুবে গেছে উপজেলার ৬৮ টি কাঁচারাস্তা, ৩ টি পাকারাস্তা এবং ৯ টি ব্রিজ। ৩১ টি শিক্ষাপ্রতিষ্ঠানের আংশিক ডুবে গেছে।
এছাড়া ২ হাজার ৪৬৯ হেক্টর কৃষিজমির ফসল এখন পানিতে নিমজ্জিত। এর মধ্যে পাট ২ হাজার হেক্টর, আউশ ধান ৪৫০ হেক্টর, ভুট্টা ৪ হেক্টর এবং সবজি ১৫ হেক্টর।

সর্বশেষ সংবাদ