মান্দায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় কৃষি প্রণোদনা কর্মসূচী ২০২১-২২ এর আওতায় খরিপ মৌসুমে ১ শত ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক বিঘা জমির জন্য এক কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সারসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
এসময় জমি প্রস্তুত, সেচ, শ্রমিক, বালাই নাশক, পলিথিনসহ অন্যান্যে উপকরণ বাবদ একজন কৃষককে দুই হাজার ৮০০ টাকা করে মোট ৩ লাখ ৯২ হাজার টাকা বিকাশের মাধ্যম প্রদান করা হবে।
এসব উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিমা কর্মকার প্রমুখ।

সর্বশেষ সংবাদ