বগুড়ার গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন

মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে শরণার্থী মর্যাদা দিন এবং তাঁদের থাকা, খাওয়া, চিকিৎসা, শিক্ষা সহ সভ্য জীবন যাপ্নের ব্যবস্থা নিশ্চিত করুন।
মিয়ানমারে বর্বরতা-গণহত্যা বন্ধ করতে মিয়ানমারকে বাধ্য করুন।
রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে নিতে এবং তাঁদেরকে মিয়ানমারের নাগরিকত্বের স্বীকৃতি দিতে বাধ্য করুন।
মিয়ানমারে রোহিঙ্গাদের অবাধ চলাফেরা সহ বসবাসের উপযুক্ত পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করুন।
জাতিসংঘের তত্ত্বাবধানে “কফি আনান কমিশন” –এর রিপোর্ট বাস্তবায়ন করুন।
এই ৫ দফা দাবিতে সিপিবি-বাসদ-গণতান্ত্রিক বামমোর্চার উদ্যোগে ১৮ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হচ্ছে। সেই কর্মসূচীর অংশ হিসেবে সিপিবি-বাসদ-গণতান্ত্রিক বামমোর্চা বগুড়া জেলার উদ্যোগে আজ বেলা ১১:০০ টা থেকে সাতমাথায় গণস্বাক্ষর গ্রহণ করা হয়। গণস্বাক্ষর গ্রহণকালে গণমানুষের ব্যাপক সমর্থন পাওয়া যায়। গণস্বাক্ষর সংগ্রহ কালে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক সামছুল আলম দুলু, বাসদ নেতা মাসুদ পারভেজ, বাসদ (মার্ক্সবাদী) নেতা আমিনুল ইসলাম, বাসদ নেতা দিলরুবা নূরী, সিপিবি নেতা সন্তোষ কুমার পাল প্রমুখ।
বগুড়ার আজকের গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন ভাষা সৈনিক, প্রবীণ রাজনীতিবিদ মাহফুজুল হক দুলু।

সর্বশেষ সংবাদ