গাবতলীতে আগুনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা দিলেন রবিন খান

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে আগুণে ভষ্মিভূত হওয়া দোকানঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন গাবতলী উপজেলা চেয়ারম্যান ও বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন। সেইসাথে আগামীতে সরকারিভাবে আরও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি। গতকাল সোমবার ১৮ জুলাই সরেজমিনে পরিদর্শনে গিয়ে তিনি এই সহায়তা করেন। জানা গেছে, উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে এরশাদ হোসেন দীর্ঘদিন আগে থেকে হোসেনপুর মোড়ে জামে মসজিদের সামনে মুদি দোকান করে আসছিল। গত ১৭ জুলাই দোকানদারী শেষে রাত ১০টায় এরশাদ হোসেন বাড়ীতে যায়। তারপর দোকান পাহার জন্য এরশাদ হোসেনের বাবা সোলেমান প্রামানিক দোকানের ভিতর ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত অনুমান সাড়ে ১২টায় দোকানে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখায় ঘুম থেকে জাগা পেয়ে সোলেমান প্রামানিক কোন রকমে দোকান থেকে বেরিয়ে প্রাণ রক্ষা করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে গাবতলী ও বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিভাতে স্ব ক্ষম হন। ততক্ষণে দোকানের সবকিছু পুড়ে ভষ্মিভূত হয়। দোকানে রক্ষিত তেলের ড্রাম, রাসায়নিক সার, গ্যাস বোতল, ফ্রিজসহ বিভিন্ন রকমের মালামাল, নগদ টাকা পুরে যায়। এতে প্রায় ২৫লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। তিল তিল করে গড়া স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেছে তার। তবে কিভাবে আগুণের সূত্রপাত হয়েছে তা কেউ বলতে পারছে না। খবর পেয়ে রাতেই থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সর্বশেষ সংবাদ