আশুলিয়ায় ২শ’ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে নেওয়া এক কিলোমিটার এলাকার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বুধবার (২০ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ অভিযান পরিচালনা করেন তিতাস গ্যাস টি অ্যান্ড ডি কোম্পানি লিমিটেডের সাভার জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম। এ বিষয়ে প্রকৌশলী সায়েম বলেন, আমরা ধামসোনা ইউনিয়নের ফারুকনগর, নতন নগর এবং মোজারমিল কাঠালবাগানের ইস্টার্ণ হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করেছি। এখানে প্রায় দু’শ বাসাবাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করেছি। তিতাসের মূল লাইন থেকে অবৈধভাবে একটি অসাধু চক্র এসব সংযোগ প্রদান করেছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ অবৈধ পাইপলাইন ও রাইজারগুলো জব্দ করেছি। এ ধরণের অভিযান চলমান থাকবে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস টি অ্যান্ড ডি কোম্পানি লিমিটেডের সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক মো. আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নানসহ তিতাসের কারিগরি টিমের সদস্যরা। অভিযান চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক পবিত্র কুমার মালাকারের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ