“ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস্ অব বাংলাদেশ-বগুড়ায় শাখা স্থাপন শীর্ষক সেমিনার

প্রেস বিজ্ঞপ্তি:বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন “ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস্ অব বাংলাদেশ” (ওঈগঅই) কর্তৃক আয়োজিত ‘ঈগঅ অঝ অ ঈঅজঊঊজ’ এর লক্ষ্যে বগুড়ায় শাখা স্থাপন শীর্ষক সেমিনার অদ্য ২৩ শে জুলাই ২০২২ইং সরকারি আজিজুল হক কলেজ ‘ব্যবসায়ী অনুষদ’ বিভাগে প্রফেসর মোঃ তফিজুর রহমান, সাবেক বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এম শাজাহান আলী, অধ্যক্ষ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আব্দুল কাদের, উপাধ্যক্ষ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, মোঃ মামুনুর রশিদ ঋঈগঅ, প্রেসিডেন্ট (ওঈগঅই), ইমতিয়াজ আলম ঋঈগঅ, সহ-সভাপতি (ওঈগঅই), একেএম কারুজ্জামান ঋঈগঅ, সেক্রেটারি (ওঈগঅই)।
ওঈগঅই এর শিক্ষা ও পেশাগত বিষয়ে মুল প্রবন্ধ উপস্থাপনা করেন প্রফেসর ড. জাকারিয়া মাসুদ ঋঈগঅ, ডাইরেক্টর একাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশন ওঈগঅই। সঞ্চালনায় ছিলেন মোঃ ইব্রাহীম হোসেন সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান মার্কেটিং বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। সার্বিক ব্যবস্থাপনায় তালুকদার আর এস ডন, এ্যাসিসটেন্ট ডিরেক্টর (এডমিন) ওঈগঅই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ রেজাউন নবী, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ; অলোক কুমার পোদ্দার বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ; মোখলেছুর রহমান, বিভাগীয় প্রধান ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ; সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। মোঃ এ্যাডোনিস বাবু তালুকদার, সাধারণ সম্পাদক, জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতি, বগুড়া সহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

সর্বশেষ সংবাদ