বগুড়ায় পাবলিক সার্ভিস দিবসে র‌্যালি ও আলোচনা

স্টাফ রিপোর্টার:’জনসেবার জন্য প্রশাসন আপনার পাশে সর্বক্ষণ’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে বগুড়ায় র‌্যালি ও আলোচনা সভা করা হয়েছে।গতকাল শনিবার সকাল ১০টায় বগুড়া জেলা প্রশাসন এ আয়োজন করে।র‌্যালি শেষে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগের সভাপতিত্ব এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান, বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক তোছাদ্দেক হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দুলাল হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহনাজ পারভীন, মোহাম্মদ আলী হাসপাতালের তত্বাবধায়ক ডা. এটি এম নুরুজ্জামান।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা-দারিদ্র ও বাসস্থানহীনমুক্ত সোনার বাংলাদেশ গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ আজ স্বপ্ল উন্নয়নের দেশ থেকে মধ্যম উন্নয়নের দেশে পরিনত হয়েছে।তিনি বলেন, প্রশাসনের সকল কর্তকর্তা-কর্মচারীকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।

 

সর্বশেষ সংবাদ