সান্তাহারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

শিমুল হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ মোবাইল নম্বরঃ বগুড়া জেলার আদমদীঘি উপজেলার রেলওয়ে জংশন খ্যাত শহর সান্তাহার পৌরসভার অধিনস্ত পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত কলসা আহসান উল্লাহ ইন্সটিটিউশনের সামনে পাকা রাস্তার উপর থেকে গতকাল রাত নয় ঘটিকার সময় বিয়াল্লিশ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ঝন্টু নামের একজন মাদক কারবারিকে হাতে নাতে গ্রেফতার করেছে আদমদিঘী থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গতকাল রবিবার রাত নয় ঘটিকার সময় সান্তাহার পৌরসভার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪২ পিস ইয়াবাসহ আসামি মনিরুজ্জামান ঝন্টু (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নেতৃত্বে উপ-পরিদর্শক আওয়াল কাফি তাঁর সঙ্গীয় ফোর্সসহ অত্র উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা আহসান উল্লাহ ইন্সটিটিউশন সংলগ্ন এলাকা থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় কালে মনিরুজ্জামান ঝন্টুকে গ্রেফতার করে। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৪২ পিস নেশা জাতীয় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারেকৃত ঝন্টু সান্তাহার পৌরসভার অধিনস্ত পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত সাঁতাহার আদর্শ পাড়া মহল্লার আক্কাস আলীর ছেলে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি মনিরুজ্জামান ঝন্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ সোমবার আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ