জাতীয় শোক দিবস উপলক্ষে (বিএমএ) ও (স্বাচিপ) যৌথ উদ্যোগে আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া শাখার যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাচিপ সভাপতি ডাঃ সামির হোসেন মিশুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএমএ ও স্বাচিপ বগুড়ার সাধারণ সম্পাদক  ও শজিমেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ রেজাউল আলম জুয়েল, যুগ্ম সম্পাদক ডাঃ মোঃ মনিরুজ্জামান আশরাফ (বিপুল), উপাধ্যক্ষ ডাঃ সুশান্ত কুমার সরকার, সিভিল সার্জন ডাঃ শফিউল আজম মিলটন, ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ.টি.এম. নুরুজ্জামান সঞ্চয়, ডাঃ অসীম কুমার সাহা, ডাঃ সুরজীৎ সরকার তিতাস সহ স্বাচিপ, বিএমএ  নেতৃবৃন্দ, সিনিয়র প্রফেসরবৃন্দ প্রাক্তন স্বাচিপ সভাপতি ডাঃ এন.সি. বাড়ই এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ এবং সকল স্তরের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ শফিক আমিন কাজল। বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক ও সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন। তারা বঙ্গবন্ধু হত্যার নিন্দা জানান এবং রায়ের পুর্ণাংগ বাস্তবায়নের তাগিদ দেন। সেইসাথে বৃহত্তর তদন্তের জন্য কমিশন গঠনের উপর জোর দেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

সর্বশেষ সংবাদ