মালতী নগরের জাম্পু ভাই আর নাই

অবশেষে চলেই গেলেন না ফেরার দেশে মালতী নগরের কৃতি সন্তান বগুড়া জেলা দলের চৌকস ক্রিকেটার আলহাজ ডাক্তার হামিদুর রহমান আকন্দ (জাম্পু) ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহী রাজেউন। বিনয়ী,নম্র,ভদ্র,মিষ্ট ভাষী এই মানুষটির মৃত্যুতে গোটা মালতী নগরে যেন শোকের ছায়া নেমে এসেছে। তিনি আজ বুধবার বিকাল সারে চারটার দিকে রিদরোগে আক্রান্ত হয়ে এহকাল ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭২ বৎসর। এখানে উল্লেখ তিনি কয়েকবছর আগে থেকেই রিদরোগে ভুগছিলেন। এবং বেশ কয়েকবার তিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরেও এসেছিলেন। ** মরহুম হামিদুর রহমান জাম্পু ভাই ছিলেন মালতী নগর মাটির মসজিদ লেনের ছুনুর পুকুর এলাকার এক কালের দৃষ্টিনন্দন বাড়ি সূরপুরী হাউসের সব থেকে বড় সন্তান। বাবা মরহুম হবিবর রহমান ছিলেন ডি,সি অফিসের কর্মকর্তা। তিনার ছোট ভাই নীরু ভাই গত কয়েক বছর আগে মারা যান। আরো ছোট দুই ভাই বিরু এবং নিপুও ক্রিকেটার ছিলেন। ক্রিকেটার আরিফুর রহমান বাবু তাঁর চাচাতো ভাই। ** খেলোয়াড়ী জীবনঃ- মরহুম জাম্পু ভাই একজন চৌকস ক্রিকেটার ছিলেন। মালতী নগরের ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব সি,সি,এম ক্লাবের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য এবং খেলোয়াড়। টানা প্রায় দশ বছর তিনি বগুড়া জেলা দলের হয়ে ক্রিকেট খেলেছেন। তিনি দারুন একজন ব্যাটসম্যান ও বোলার ছিলেন। তিনি উত্তর বঙ্গের বহুজেলা শহরে ৭০ থেকে ৮০র দশকে একজন চৌকস ক্রিকেটার হিসাবে সকলের পরিচিত ছিলেন। তিনি বগুড়ার কিং ক্রিকেটার শরফুদ্দিন আহমেদ টুটু ভাইয়ের ছোট হলেও এক সাথে দীর্ঘ দিন দাপটের সাথে ক্রিকেট খেলেছেন। * পেশাগত জীবনঃ- তিনি ডাক্তার হিসাবে সরকারি চাকরি শেষে বেসরকারি ক্লিনিকে চাকরী করতেন। তিনি আজকেও বগুড়া শহরের খান্দার এলাকার মা-ক্লিনিক থেকে ডিউটি করে বাড়ি ফিরেন।ডাক্তার হিসাবেও হাত যশ ছিল যথেষ্ট। তিনি ২০১৬ ইং সালে স্বস্ত্রীক পবিত্র হজ্ব পালন করেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন। তিনার বড় ছেলে গত কয়েক বছর আগে মারা যায়। * আমরা হারালাম একজন অবিভাককেঃ- আমরা যারা মালতী নগর এবং আশেপাশের ক্রিকেটাররা ৭০ দশকের শেষ দিকে সি,সি,এম ক্লাবে সুযোগ পাই, তখন থেকেই তিনি ছিলেন আমার ক্রিকেটের কোচ বা অবিভাবক। শুধু খেলা ধুলা নয় তিনার আদর মিশ্রিত শাষনে আমাদের পড়া শোনা, চলা ফেরা, সব দিকেরই নজর রাখতেন তিনি। * আজ আমরা সত্যিই সবায় শোকাভূত। মহান আল্লাহ ভাইকে সকল গুনা মাফ করে জান্নাত বাসী করুন। * মরহুমের জানাযা আগামীকাল বাদ জোহর মালতী নগর এম,এস,ক্লাব মাঠ সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। এবং জানাযা শেষে দক্ষিণ বগুড়া গোরস্থান ভাই পাগলা গোরস্থানে তাঁকে দাফন করা হবে ইনশাআল্লাহ।

সর্বশেষ সংবাদ