নাটোরে পানিতে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু

নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলায় আলাদা ঘটনায় পুকুরে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে সিংড়া উপজেলার শ্রীকুন্ডা গ্রামের পুকুর থেকে সিয়ামনি নামের আড়াই বছর বয়সী এক শিশু এবং গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়া গ্রামে আবদুল মজিদের পুকুর থেকে উজ্জ্বল (৩০) মরদেহ উদ্ধার করা হয়। সিংড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আখতার জানান, সকালে সিংড়া উপজেলার শ্রীকুন্ডা গ্রামের পুকুর থেকে সিয়ামনি নামে আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। কৃষক স্বামী সবুজ মিয়ার সঙ্গে ঝগড়া করে শিশু সিয়ামনিকে নিয়ে তার মা রুমা বেগম কয়েকদিন আগে বাবার বাড়িতে চলে আসেন। বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয়রা এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হতে পারে। অপরদিকে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, সকালে তালবাড়িয়া গ্রামে পুকুর থেকে উজ্জ্বল নামের মৃগী রোগীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বড়াইগ্রাম উপজেলার সিরামপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। জানা যায়, তালবাড়িয়া গ্রামে আবদুল মজিদের পুকুরে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, মৃত উজ্জ্বল মৃগী রোগের পাশাপাশি মানসিক রোগী ছিলেন। তিনি গতকাল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। উজ্জ্বলের প্যান্টের পকেট থেকে সাবান পাওয়া গেছে। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গোসল করতে নেমে ডুবে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ সংবাদ