১০ লক্ষ টাকা টাকা জরিমানা দিন ম্যানোলা পাহাড় মালিক

চট্রগ্রাম সঙবাদদাতা : চট্টগ্রাম মহানগরীর দামপাড়া মোহাম্মদ আলী রোডসংলগ্ন ম্যানোলা পাহাড় ধসে জেলা শিল্পকলা একাডেমী ক্ষতিগ্রস্থ হওয়ার ঘটনায় ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
আজ বুধবার পরিবেশ সংরক্ষণ আইন এর ৭ ধারা অনুযায়ী পাহাড়টির মালিক পক্ষকে এ জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।
এছাড়া এক মাসের মধ্যে শিল্পকলা একাডেমীর সীমানা প্রাচীর ও ভবনের ক্ষতিগ্রস্থ দুইটি কক্ষ মেরামত এবং পাহাড়টি যথাযথভাবে সংরক্ষণে জন্য আগামী দুই মাসের মধ্যে রিটেইনিং ওয়াল বা উপযুক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক।

সর্বশেষ সংবাদ