ছাত্রের হাতে মারধরের শিকার রাবি শিক্ষক

এস.এম.আল-আমিন,রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় ইন্সস্টিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর শিক্ষককে মারধর করেছে এমবিএ ডে ৯ম ব্যাচের ছাত্র নাহিদ হয়দার। সোমবার দুপুরে আইবিএ-ভবনে ওই শিক্ষকের চেম্বারে ইন্টার্নশিপ রিপোর্ট জমা দেওয়া নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে শিক্ষককে এলোপাথাড়ি মারধর করে ও ছাত্র। পরে অভিযুক্ত নাহিদকে মতিহার থানা পুলিশে সোপর্দ করা হয়। মারধরের শিকার আইবিএর শিক্ষক প্রফেসর মো. হাছানাত আলী।
এ বিষয়ে জানতে চাইলে প্রফেসর হাছানাত আলী বলেন, ‘নাহিদ হায়দার নামের শিক্ষার্থীর গতকাল (রোববার) ইন্টার্নশিপ পেপার জমা দেওয়ার কথা ছিল। কিন্তু গতকাল সে আসেনি এবং কোনো রকম যোগাযোগও করেনি। পরে আজকে (সোমবার) লাস্ট ডেট থাকায় দুপুর ১টার দিকে হঠাৎ করে ফোন দিয়ে জমা দেওয়ার কথা জানায়। তখন আমি শহরে কাজে থাকায় তাকে ঘণ্টা খানিক পরে আসতে বলি। কিন্তু তাৎক্ষণিক তার পেপার জমা নিতে হবে বলে বারবার ফোন দিতে থাকে। আমি কাজে ব্যস্ত থাকায় তার ফোন রিসিভ করতে পারিনি। এ সময় সে প্রক্টর দপ্তরে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করে। ছাত্রটি সেখানে অভিযোগ করে যে আমি তার পেপার জমা নিচ্ছি না। দুপুর আড়াইটার দিকে চেম্বার থেকে ক্লাস নেওয়ার জন্য বের হচ্ছিলাম, তখন সে এসে বলে তার রিপোর্ট জমা নিতে হবে। এ সময় আমি তাকে সাড়ে ৩টার দিকে আসতে বললে সে ক্ষিপ্ত হয়ে আমার মুখে, বুকে, কানে এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকে।
আহত প্রফেসর হাছানাত আলীকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে এ ঘটনায় জরুরী একাডেমিক সভার মিটিংয়ে বসে আইবিএ শিক্ষকবৃন্দ।
অভিযুক্ত শিক্ষার্থী নাহিদ হায়দারের ভাষ্যমতে, ‘আজকে লাস্ট ডেট হওয়ায় রিপোর্টটি জমা দিতে চাইছিলাম, কিন্তু তিনি জমা নিতে চাচ্ছিলেন না। পরে তার সাথে দেখা করে রিপোর্টটি জমা দিতে চাইলে উল্টো-পাল্টা কথা বলেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এজন্য আমি তাকে মারধর করি।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘প্রক্টর স্যার এক শিক্ষার্থীকে আমাদের কাছে দিয়েছেন। বর্তমানে তিনি থানা পুলিশের হেফাজতে আছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যে ব্যবস্থা নিবে আমরা তা বাস্তবায়ন করবো।’
বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. মো. লুৎফর রহমান বলেন, ‘এ ঘটনার পর আমরা তাৎক্ষণিক সেখানে যাই এবং তাকে পুলিশে দেই। পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

 

সর্বশেষ সংবাদ